img

রাজনীতি থেকে অবসর নিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগরের সাবেক আহ্বায়ক ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আসগার লবী। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে গত শনিবার ধনাঢ্য ব্যবসায়ী ও খুলনার প্রভাবশালী এই নেতা দলের মহাসচিবের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। ঢাকায় অবস্থানরত  সাবেক সাংসদ আলী আসগার লবী মুঠোফোনে  বলেন, 'আমি শারীরিকভাবে অসুস্থ। সে কারণে দল ছেড়েছি। তাছাড়া আমি ১০-১২ বছর রাজনীতিতে সক্রিয় ছিলাম না। আমার বাড়ি খুলনায়, কিন্তু ৭-৮ বছর ধরে খুলনায়ও যাওয়া হয় না। ৪-৫ দিন পর খুলনায় যেতে পারি।'

আলী আসগার লবী দলত্যাগ করায় খুলনায় বিএনপির রাজনীতিতে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতাকর্মী। তবে তার এক সময়ের অনুসারীদের মধ্যে বিষয়টি কিছুটা হতাশার জন্ম দিয়েছে। অবশ্য খুলনায় তার অনুপস্থিতিতে অনুসারীদের বেশিরভাগই এখন নিষ্ফ্ক্রিয়।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি  বলেন, 'শুনেছি স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছেন। রাজনীতি করা না-করা তার ব্যক্তিগত বিষয়।'

এক সময় আলী আসগার লবীর অনুসারী ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা। তিনি  বলেন, 'শুনেছি শারীরিক অসুস্থতার জন্য তিনি আর রাজনীতি করবেন না। আমার জানামতে, দল ছাড়ার জন্য তার ওপর কোনো চাপ বা অন্য কিছু নেই।'

এই বিভাগের আরও খবর

সর্বশেষ