img
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হােসনে সবুজ বলেছেন,আপনারা মসজিদ-মাদরাসায় জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান করেন। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড শ্রীপুর শাখার উদ্যোগে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রিয় কার্য নির্বাহী সদস্য আল্লামা আশেকে মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হারিছ উদ্দিন,উপজেলা আ.লীগের সভাপতি সামসুল আলম,ক্যালিফোর্নিয়া যুবলীগের সভাপতি কামরুল হাসান কাজল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী, খালেদ সাইফুল্লা সাদী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী,মাওলানা খালেদ সাইফুল্লা আইয়ুবী,মাওলানা মাসউদুর করিমসহ বিভিন্ন কওমী মাদরাসার প্রধান ও উলামায়ে কেরাম গণ। অনুষ্ঠান শেষে কৃতী ছাত্রদের পুরস্কার প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ